বরিশালে অগ্নি নিরাপত্তা না থাকায় রেস্তোরাঁ বন্ধ

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ০৪:১৮ পিএম

রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: বরিশাল প্রতিনিধি

রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: বরিশাল প্রতিনিধি

বরিশাল নগরীর হোটেলগুলোতে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে শুরু হয়েছে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও  ফায়ার সার্ভিসের যৌথ অভিযান।

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) শুরু হওয়া অভিযানের প্রথম দিনে ফায়ার সার্ভিসের অগ্নি নিরাপত্তা সনদ না থাকায় কস্তূরী নামের একটি রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, কস্তূরী রেস্তোরাঁর মালিক বরিশাল সিটির সাবেক মেয়র সাদিক আবদুল্লার অনুসারী এক শ্রমিকলীগ নেতা। অগ্নি নিরাপত্তার সনদ পেতে ফায়ার সার্ভিসে আবেদন করলেও তার অনুমতি পায়নি প্রতিষ্ঠানটি। তাই অনুমোদন না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বরিশাল নগরীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি করপোরেশনের ভেটেরেনারী সার্জন রবিউল ইসলাম।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh