ভারতে কয়লা গুহায় পাথর চাপায় বাংলাদেশি যুবক নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ০৭:২৪ পিএম

পাথর চাপায় নিহত আইয়ুব আলী। ছবি: সুনামগঞ্জ প্রতিনিধি

পাথর চাপায় নিহত আইয়ুব আলী। ছবি: সুনামগঞ্জ প্রতিনিধি

চোরাই পথে অবৈধভাবে ভারতের কয়লা গুহা থেকে কয়লা আনতে গিয়ে পাথর চাপায় সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের আইয়ুব আলী (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামের বাসিন্দা মজনু মিয়ার বড় ছেলে।

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর রাতে ১১৯৯ আন্তর্জাতিক পিলার ভারতের মেঘালয়ের ৪ নাম্বার নামক এলাকায় ঘটনা ঘটে। 

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জামাল মিয়া সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জামাল মিয়া জানান, নিহতের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আইয়ুব আলী (২৪) পরিবারের সবার বড় ছিলেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন নিহতের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরি করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো প্রস্তুতি চলছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh