চুয়াডাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ০৩:৩২ পিএম

ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা। ছবি: চুয়াডাঙ্গা প্রতিনিধি

ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা। ছবি: চুয়াডাঙ্গা প্রতিনিধি

স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি এ প্রতিপাদ্য নিয়ে চুয়াডাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রিয়াজুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু ও ননকজ্যুমার এসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।

এরআগে ভোক্তা অধিকার বিরোধী কার্য ও অপরাধ দণ্ড বিষয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। এসময় সরকারী কর্মকর্তা, ভোক্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh