শিক্ষক নিবন্ধনে ভুল প্রশ্নে পরীক্ষা নেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ০৯:০৭ পিএম

ভুল প্রশ্নকাণ্ডে ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা। ছবি- সংগৃহীত

ভুল প্রশ্নকাণ্ডে ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা। ছবি- সংগৃহীত

ভুল প্রশ্নে পরীক্ষা নেয়াসহ নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো চলতি বছরের ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা। সারা দেশে প্রায় ১৮ লাখ পরীক্ষার্থী অংশ নেন এ পরীক্ষায়। তবে ভুল প্রশ্নকাণ্ডে ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা।

আজ শুক্রবার (১৫ মার্চ) সকালে রাজধানীর মিরপুরের মনিপুর স্কুল কেন্দ্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন হাতে পেয়েই হতবাক হন শিক্ষার্থীরা। অভিযোগ ওঠে, পরীক্ষার প্রশ্নই ভুল। 

ভুল-সঠিকের গ্যাড়াকলে সকাল সাড়ে ৯টার পরীক্ষা শুরু হয় সাড়ে ১০টায়। আরেকটি কেন্দ্র থেকে প্রশ্নপত্র ফটোকপি করে এনে নেয়া হয় এ কেন্দ্রের পরীক্ষা।

ঢাকার বাইরেও কুমিল্লার একটি কেন্দ্রে ভুল প্রশ্নে পরীক্ষা নেয়ার অভিযোগ উঠে। এছাড়া বিভিন্ন কেন্দ্রে নানা অব্যবস্থাপনার কারণে ভোগান্তির শিকার হন পরীক্ষার্থীরা।

গত ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রিলিমিনারিতে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হয় প্রার্থীদের। এই ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০।

এরপর লিখিত পরীক্ষায় প্রার্থীদের নির্ধারিত স্ব-স্ব বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। এই নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh