ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের অর্থায়নে শিশু হাসপাতালে দুটি ওয়ার্ড উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ০১:২৭ পিএম | আপডেট: ১৬ মার্চ ২০২৪, ০৭:০৯ পিএম

শিশু হাসপাতালের নতুন ওয়ার্ড উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল।

শিশু হাসপাতালের নতুন ওয়ার্ড উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল।

ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের অর্থায়নে শিশু হাসপাতালে ‘পিউল’ ও ‘পিউল নিউনেটাল’ নামে দুটি ওয়ার্ডের উদ্বোধন করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৫ মার্চ) এ ওয়ার্ড দুটি উদ্বোধন করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ঝিনাইদহ পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবু শাহরিয়ার জাহেদী পিপুল।

অনুষ্ঠানটি জেলা সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন ২৫ শয্যা শিশু হাসপাতালের কনসালটেন্ট আলী হাসাস ফরিদ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিথিলা ইসলাম।

এসময় বক্তারা বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা সবার আগে। কারণ তারাই দেশের ভবিষ্যৎ। তাদের যদি সুরক্ষিত করে বেড়ে ওঠার সুযোগ না দেওয়া হয় তবে অবশ্যই আমরা ভবিষ্যৎ প্রজন্ম পাব না।

বক্তারা আরো বলেন, এ হাসপাতাল শিশুদের সুরক্ষায় একধাপ এগিয়ে গেল। নতুন জন্মানো বাচ্চা ও শিশুরা এখন উন্নতমানের চিকিৎসা পাবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh