শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০৬:৫৩ পিএম

কৃষক আব্দুল করিম। ছবি: শেরপুর প্রতিনিধি

কৃষক আব্দুল করিম। ছবি: শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ওই কৃষকের নাম আব্দুল করিম (৪৫)। তিনি উপজেলার কুতুবাকুড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

জানা যায়, রবিবার সকালে উপজেলার কুতুবাকুড়া গ্রামের নিজ বেগুন খেতে পানি দিতে যান করিম। এসময় আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা সেচকাজে ব্যবহৃত মর্টার স্পর্শ করতেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান করিম। পরে তার স্ত্রী ও ছেলে এসে তাকে উদ্ধার করে নন্নী উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরী বলেন, বেগুন খেতে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে করিমের মৃত্যু হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh