মহেশপুরে স্কুলেই শিক্ষিকা পেটালেন আরেক শিক্ষক

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০৭:৩৫ পিএম

সহকারী শিক্ষক হুমায়ুন কবির। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

সহকারী শিক্ষক হুমায়ুন কবির। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

স্কুলেই কথা কাটা কাটির এক পর্যায়ে সহকারী শিক্ষক হুমায়ুন কবির আর এক সহকারী শিক্ষিকা পূবালী মিত্রকে কিল ঘুষি মেরে আহত করেছেন। বিদ্যালয় চত্বরে শিক্ষিকাকে পেটানোর ঘটনা চেয়ে চেয়ে দেখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহারসহ শিক্ষার্থীরা।

এ ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার (১৬ মার্চ) বিকাল ৩টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলামপুর দক্ষিণপাড়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।

আহত সহকারী শিক্ষিকা পূবালী মিত্র জানান, স্কুলে প্রায় সময় সহকারী শিক্ষক হুমায়ুন কবির আমাকে উল্টা-পাল্পা কথাবার্তা বলেন। এর প্রতিবাদ করতে গেলেই আমাকে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়ে থাকেন। বিকাল ৩টার দিকে স্কুল চত্বরে আমাকে উল্টা-পাল্পা কথাবার্তা বলেন সহকারী শিক্ষক হুমায়ুন কবির। আমি প্রতিবাদ করা মাত্রই আমাকে কিল ঘুষি মেরে আহত করেন তিনি।

সহকারী শিক্ষক হুমায়ুন কবির জানান, আমি তাকে মেরেছি এটাই। এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার জানান, কি কারণে তাদের মধ্যে এমন ঘটনা ঘটেছে তা আমার জানা নেই। তবে বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পূবালী মিত্রকে এভাবে মারাটা ঠিক হয়নি।

তিনি আরো জানান, বিদ্যালয়ে এসব ঘটনার বিষয়ে আমি উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দিয়েছি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আমি লিখিত অভিযোগ পেয়েছি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh