সিরিজ জিততে শতভাগ আশাবাদী মিরাজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০৯:১৮ পিএম

সংবাদ সম্মেলনে কথা বলেছেন সংবাদ সম্মেলনে কথা বলেছেন মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে কথা বলেছেন সংবাদ সম্মেলনে কথা বলেছেন মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয় পায় বাংলাদেশ। পরের ম্যাচে শিশিরের ফায়দা লুটে সিরিজে সমতায় ফেরে সফরকারী লঙ্কানরা। আগামীকাল সোমবার (১৮ মার্চ) সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে দু’দল। 

টি-২০ সিরিজের মতো ওয়ানডে সিরিজও জিততে চাইবেন কুশল মেন্ডিসরা। তবে বাংলাদেশ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ শেষ ম্যাচে জিতে সিরিজ ঘরে তোলার ব্যাপারে শতভাগ আশাবাদী। 

আজ রবিবার (১৭ মার্চ) চট্টগ্রামে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমরা শতভাগ আশাবাদী যে ম্যাচ এবং সিরিজটা জিতবো।’ তবে সিরিজ জয় এবং ম্যাচের ফলের বাইরে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছেন মিরাজ। তা হলো- স্পোর্টিং উইকেটে খেলার সুযোগ পাওয়া। এতে করে ব্যাটাররা রান করা শিখছে এবং বোলাররা রান ডিফেন্স করা শিখছে বলে মত তার। 

মিরাজ বলেন, ‘একটা জিনিস ভালো হচ্ছে। আমরা ভালো উইকেটে খেলছি। এখানে এমন উইকেটে খেলতে পারলে বড় স্টেজে রেজাল্ট আসবে। সবাই হয়তো এখনই রেজাল্ট খুঁজছে। তবে এমন উইকেটে ম্যাচ খেলার অভ্যাস করলে, বড় রান করা ডিফেন্ড করা শিখলে বড় টুর্নামেন্টেও সাফল্য আসবে।’  

শেষ ম্যাচে স্পিনে ভালো করার পাশাপাশি ভালো ফিল্ডিংয়ের আশ্বাস দিয়ে মিরাজ বলেন, ‘একটা ম্যাচে শতভাগ ক্যাচ নেওয়া গেলে, হাফ চান্সগুলো ফুল করা গেলে দলের সুবিধা হয়। আমার ক্যাচটা হলে বড় একটা জুটি ভাঙত। শান্তর ক্যাচটা, যদিও ওটা অনেক কঠিন ছিল। ও অনেক চেষ্টাও করেছে। এসব কারণে এক দু’জনের ওপর দায় নিতে পারবেন না। বল হাতে আমরা শিশিরের কারণে সুবিধা করতে পারিনি।’ 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh