বঙ্গবন্ধুর আদর্শের মৃত্যু নেই: সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ১১:০৭ পিএম

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আবার আমাদেরকে সেই পাকিস্তানী অন্ধকার যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা ছিল। কিন্তু হত্যাকারীরা ভুলে গিয়েছিল যে, বঙ্গবন্ধুর আদর্শের মৃত্যু নেই।

আজ রবিবার (১৭ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। 

মন্ত্রী আরও বলেন, ‌‘আমাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর চেতনায় যদি উদ্বুদ্ধ করতে পারি, তাহলে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। সেই সোনার বাংলা আমদেরকে নিশ্চয়ই গড়ে তুলতে হবে। কারণ এটি আমাদের অঙ্গীকার।’

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ. ফ. ম. রুহুল হক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খায়রুল আলম সেখ।

এর আগে মন্ত্রী জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh