অটোরিকশা আটকের অভিযোগে ২ এসআইয়ের বিরুদ্ধে মামলা

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ১১:৪৬ পিএম

রাঙ্গামাটি কোতোয়ালি থানা। ছবি: সাম্প্রতিক দেশকাল

রাঙ্গামাটি কোতোয়ালি থানা। ছবি: সাম্প্রতিক দেশকাল

বিধি বহির্ভূতভাবে দুটি সিএনজিচালিত অটোরিকশা আটকের অভিযোগে রাঙ্গামাটির কোতোয়ালি থানার দুই উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপারকে (সদর সার্কেল) ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আজ সোমবার (১৯ মার্চ) সকালে রাঙ্গামাটির অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাহাব উদ্দীনের আদালতে মামলাটি করেন অটোরিকশার মালিক মো. বেলাল হোসেন (৪৮)। মামলায় কোতোয়ালি থানার এসআই ইরফান উদ্দিন রাজীব ও ক্য লাহ্ চিং মারমাকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ আনা হয়েছে, কোতোয়ালি থানার এসআই ইরফান ও ক্য লাহ্‌ চিং গত ১৫ মার্চ (শুক্রবার) দুপুর আড়াইটার দিকে ভেদভেদী সিএনজি স্টেশন থেকে কারণ দর্শানো ও ব্যাখ্যা গ্রহণ ছাড়াই অটোরিকশা দুটি আটক করেন। আইনি অনুযায়ী, আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে জব্দ তালিকা পাঠানোর কথা থাকলেও ওই দুই পুলিশ কর্মকর্তা সেগুলো থানায় নিয়ে যান এবং মোটা অঙ্কের টাকা দাবি করেন।

ভুক্তভোগীর আইনজীবী রাশেদ ইকবাল জানান, মামলার আবেদন আমলে নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে সদর সার্কেলের  অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh