গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ২০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ০৯:৩০ এএম | আপডেট: ১৯ মার্চ ২০২৪, ১০:২১ এএম

গাজায় কেন্দ্রীয় অঞ্চলে ভোরে বিমান হামলা চলিয়েছে ইসরায়েল বাহিনী। ছবি: সংগৃহীত

গাজায় কেন্দ্রীয় অঞ্চলে ভোরে বিমান হামলা চলিয়েছে ইসরায়েল বাহিনী। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের রাফাহ এবং গাজায় কেন্দ্রীয় অঞ্চলে মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে বিমান হামলা চলিয়েছে ইসরায়েল বাহিনী। এ হামলায় ২০ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৯ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ গাজার রাফাহ শহরে মঙ্গলবার ভোরে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ১৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। বর্তমানে বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি রাফাহ শহরটিতে আশ্রয় নিয়েছেন।

এছাড়া মধ্য গাজা উপত্যকার আল-নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলের পৃথক বিমান হামলায় আরও ৬ জনের মৃত্যু হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh