গাজীপুরের সিলিন্ডার বিস্ফোরণে আরও দুইজনের মৃত্যু, নিহত বেড়ে ১৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৯:২০ এএম | আপডেট: ২০ মার্চ ২০২৪, ১০:০১ এএম

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈর স্টপ স্টার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে মশিউর রহমান (২২) ও কমলা খাতুন (৬৫) নামে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। এ ছাড়া আট থেকে দশ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) রাত পৌনে ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মশিউর রহমানেরও আজ বুধবার (২০ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে কমলা খাতুনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন,গাজীপুর থেকে মশিউর ও কমলা খাতুনকে ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। গতকাল রাতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন মারা যান মশিউর। আজ ভোর রাতের দিকে মারা যান কমলা খাতুন। তার দুইজনই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

উল্লেখ্য, গত ১৩ মার্চ গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৬ জন দগ্ধ হন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh