ফোনকল ফাঁস: লাইভে আসছেন তামিম

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ১২:১৬ পিএম | আপডেট: ২০ মার্চ ২০২৪, ০১:৩৯ পিএম

তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ। ফাইল ছবি

তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ। ফাইল ছবি

হুট করেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় দেশসেরা ওপেনার তামিম ইকবাল। মাঠের পারফরম্যান্স নয় বরং মেহেদি হাসান মিরাজের সঙ্গে ফাঁস হওয়া ফোনকল নিয়ে। যেই ফোনকল প্রসঙ্গে এবার লাইভে আসছেন এই বাঁহাতি ব্যাটার। সেই লাইভে কি বলেন তামিম, তা জানতে মুখিয়ে সমর্থকরা।

আজ বুধবার (২০ মার্চ) সকালে তামিমের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে তামিমের লাইভে আসার বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে বলা হয় ঠিক সন্ধ্যা ৭টায় লাইভে আসবেন তামিম। এরপরই আলোচিত ফোনকল নিয়ে নিজের অবস্থান তুলে ধরবেন।

এর আগে, মঙ্গলবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় তামিম ও মিরাজের একটি ফোন কলের অডিও পাওয়া যায়। সেখানে অভিজ্ঞ আরেক ক্রিকেটার মুশফিকুর রহিমের একটি সিদ্ধান্ত নিয়ে যে তামিম নাখোশ, তা ফুটে ওঠে।

এমন এক ফোনালাপ কীভাবে ফাঁস হয়, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে নেটিজেনদের অনেকের মতে ফোনালাপ কাটা থেকে বোঝা যায়, ফাঁস হলে তা মিরাজের প্রান্ত থেকে হয়েছে।

পরে একটি সূত্র জানিয়েছে, এই কথিত ফাঁস হওয়া ফোনালাপটি আসলে একটি মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের অংশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh