মিয়ানমারে অকটেন পাচারকালে রোহিঙ্গাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৬:০৭ পিএম

অকটেন পাচারকালে আটককৃতরা। ছবি: কক্সবাজার প্রতিনিধি

অকটেন পাচারকালে আটককৃতরা। ছবি: কক্সবাজার প্রতিনিধি

অবৈধভাবে মিয়ানমারে অকটেন পাচারকালে রোহিঙ্গাসহ দুই পাচারকারীকে আটক করেছে র‍্যাব৷ গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) ভোররাতে কক্সবাজারের উখিয়া উপজেলার দক্ষিণ ডেইলপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় পাচারকাজে ব্যবহৃত ২টি  পিকআপ গাড়ি থেকে ৪২টি তেলের ড্রাম উদ্ধার করা হয়েছে। এতে প্রায় ১৮৯০ লিটার অকটেন পাওয়া যায়। 

আটককৃতরা হলেন- আজিম উল্লাহ ও দিপু বড়ুয়া  (৩৫)।

আজ বুধবার (২০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

তিনি জানান, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাই পথে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে অকটেন পাচারকালে রোহিঙ্গাসহ দুইজনকে আটক করা হয়েছে। কতিপয় চোরাকারবারিরা ডাম্পার যোগে জ্বালানি তেল অকটেন উখিয়া থেকে মেরিন ড্রাইভ সড়ক হয়ে ইনানী দিয়ে সাগর পথে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন।

আটককৃত পাচারকারী এবং উদ্ধারকৃত মালামালসহ সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh