মাগুরায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৮:০২ পিএম

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: মাগুরা প্রতিনিধি

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: মাগুরা প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার তদারকির অংশ হিসেবে মাগুরায় নিত্যপণ্যের বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে। এসময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, রঙ্গের কৌটায় তরল দুধ বিক্রি, লাইসেন্স বিহীন ওষুধ ও চাল বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

আজ বুধবার (২০ মার্চ) দুপুরে জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মামুনুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় শহরের পশু হাসপাতাল রোডের শাহজালাল স্টোর, খান পাড়ার সাইদ ফার্মেসি ও ভায়না মোড়ের তোবারক হোসেনের চালের দোকানে অভিযান চালিয়ে ওইসব অভিযোগে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

মামুনুল হক জানান, এসব দোকানে অভিযোগ চালনোর সময় দেখা যায়, সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত এমন পণ্য যেমন ইন্ডাস্ট্রিয়াল রং মিশ্রিত খোলা চিপস, রঙের কৌটায় তরল দুধ ও মেয়াদোত্তীর্ণ নানা পণ্য বিক্রি হচ্ছে। বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল রং মিশ্রিত পণ্য ও রঙের কৌটায় তরল দুধ ক্যান্সারের ব্যাপক ঝুঁকি বহন করে। ব্যবসায়ীদের এ বিষয়ে অনেক আগে থেকেই সতর্ক করা হচ্ছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh