যৌন নিপীড়নের দায়ে জবি শিক্ষক সাহেদ ইমন সাময়িক বহিষ্কার

জবি প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০৭:০৯ পিএম

প্রভাষক আবু শাহেদ ইমন। ছবি: জবি প্রতিনিধি

প্রভাষক আবু শাহেদ ইমন। ছবি: জবি প্রতিনিধি

শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একইসঙ্গে শিক্ষার্থীকে অসহযোগিতা করায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুনায়েদ হালিমকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

এছাড়া বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের শিক্ষার্থী অবন্তিকার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামের সাময়িক বহিষ্কার আদেশ নিয়ে সিন্ডিকেট সদস্যদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান জবি উপাচার্য।

এর আগে যৌন হেনস্তার বিচার চেয়ে লিখিতভাবে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন ভুক্তভোগী মিম।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh