বরই পাড়তে গিয়ে প্রাণ গেল ২ ভাইয়ের

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০৮:০০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁও সদরে বরই পাড়তে গিয়ে পুকুরের পানিতে ডুবে রাজু  ইসলাম (১৩) ও কাউসার আলী (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজনে সম্পর্কে চাচাতো ভাই। 

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) বিকাল চারটার দিকে সদরের চ‌ন্ডিপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এলাকাবাসী ও মৃতের স্বজনেরা জানান, আজ বিকাল সাড়ে তিনটার দিকে বাড়ির অদূরে পুকুর পাড়ে বরই পাড়তে যান চ‌ন্ডিপুর গ্রামের মো. রাজ্জাকের ছেলে রাজু  ইসলাম। এসময় বৃষ্টিতে গাছ ভেজা থাকায় পিছলিয়ে পুকুরের পানিতে পড়ে যান। এসময় তাকে পানিতে ডুবতে দেখে একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে কাউসার আলী তুলতে গেলে সেও তলিয়ে যান। দীর্ঘ সময় ধরে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করেন। পরে পানিতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এসময় চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা র‌কিবুল আলম জানান, ওই দুই শিশুকে মৃত অবস্থায়  হাসপাতালে আনা হয়েছিল।

গড়েয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রইস উদ্দিন সাজু বলেন, দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় সন্তান হারানো বাবা–মায়েদের সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ‌এবি এম ফি‌রোজ ওয়া‌হিদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া মৃত দুই শিশুর লাশ দাফন করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh