মধ্যরাতে রাজধানীতে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ০৮:২৮ এএম

ঢাকায় মধ্যরাতে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকায় মধ্যরাতে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় ঝড়ো হাওয়াসহ ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। গতকাল শনিবার (২৩ মার্চ) রাত সোয়া ২টা থেকে ঝড় শুরু হয়ে চলে প্রায় ৩০ মিনিট।

শিলাবৃষ্টির পাশাপাশি রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে বয়েছে হালকা বাতাস। যার ফলে বাইরে শীত অনুভব হচ্ছে। মধ্যরাতে হঠাৎ ঝড়-বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন পথ মানুষেরা।

একইসময়ে ঢাকার আশপাশের অন্যান্য জেলাতেও বৃষ্টিপাত হয়েছে। সঙ্গে হালকা বাতাসও বয়ে যায়। কয়েক স্থানে বজ্রপাতের খবরও পাওয়া গেছে।

এর আগে দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

এতে বলা হয়, কুমিল্লা, সিলেট এবং ময়মনসিংহ অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh