‘ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে অনেক উপকার করেছ’

শোয়াইব আহম্মেদ

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ০২:১০ পিএম

মার্কিন রম্য লেখক, সাহিত্যিক মার্ক টোয়েন।

মার্কিন রম্য লেখক, সাহিত্যিক মার্ক টোয়েন।

মার্কিন রম্য লেখক, সাহিত্যিক মার্ক টোয়েন। তিনি লেখক হিসেবে ছিলেন অত্যন্ত জনপ্রিয়। বুদ্ধিমান এবং রসবোধ সম্পন্ন একজন লেখক হিসেবে তখন সম্ভবত সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রে তিনিই ছিলেন সবচাইতে জনপ্রিয় তারকা। এমনকি মার্কিন গ্রন্থকার উইলিয়াম ফকনার টোয়েন সম্বন্ধে একথা বলতেও বাকি রাখেননি যে, টোয়েন ছিলেন ‘প্রথম এবং প্রকৃত আমেরিকান লেখক, তার পরের আমরা সকলেই তার উত্তরাধিকারী।’ তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্য কর্ম হচ্ছে ‘অ্যাডভেঞ্চার্স অব টম সয়্যার’ এবং ‘অ্যাডভেঞ্চার্স অব হাকলবেরি ফিন।’

এই উপন্যাসদ্বয় বিশ্ব সাহিত্যে ক্ল্যাসিকের মর্যাদা লাভ করেছে। সৃষ্টিশীল মানুষ মাত্রই রসিক মানুষ! জীবনের সাধারণ ও বিরক্তিকর ঘটনাগুলোকে হাস্যরসে পরিপূর্ণ করে তোলার ক্ষমতা তাদের থাকে। বিখ্যাত লেখকদের জীবনেও আছে এমন কিছু মজার ঘটনা, যেমন আজ মার্ক টোয়েনের জীবনের একটি মজার ঘটনা জানাচ্ছেন শোয়াইব আহম্মেদ...

একবার এক ছাত্র শিক্ষক মার্ক টোয়েনের কাছে এসে বলল, আমি ডাক্তারি পড়া ছেড়ে দিয়েছি স্যার। এখন সাহিত্যচর্চার মধ্য দিয়ে মানুষের উপকার করতে চাই।

মার্ক টোয়েন তখন ছাত্রকে উত্তরে বললেন, তুমি ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে এমনিতেই মানব জাতির অনেক উপকার করেছ। আর উপকার না করলেও চলবে!

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh