সৌদিতে ঈদে টানা ৬ দিন ছুটি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ১১:৩০ পিএম

সৌদি আরবের সাধারণ মানুষ টানা ছয়দিনের ছুটি পেতে যাচ্ছেন। ছবি- সংগৃহীত

সৌদি আরবের সাধারণ মানুষ টানা ছয়দিনের ছুটি পেতে যাচ্ছেন। ছবি- সংগৃহীত

সৌদি আরব পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে। দেশটিতে ঈদ উপলক্ষে আগামী ৮ এপ্রিল সোমবার থেকে ১১ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর সৌদিতে শুক্র ও শনিবার এমনিতে সাপ্তাহিক বন্ধ থাকে। ফলে সবমিলিয়ে এবারের ঈদে দেশটির সাধারণ মানুষ টানা ছয়দিনের ছুটি পেতে যাচ্ছেন।

আজ রবিবার (২৪ মার্চ) ছুটির বিষয়টি নিশ্চিত করেছে সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

রমজান মাসে বিশ্বের ১৮০ কোটি মুসলিম রোজা রাখেন। এই মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন তারা। রোজার মাসে ধর্মীয় কার্যকলাপে মনোযোগ দেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

রমজান মাস শেষে আসে খুশির ঈদ। এই দিনে বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন সবাই একসঙ্গে হয় এবং দিনটি আনন্দের সঙ্গে উৎযাপন করেন। ঈদের দিন একে-অপরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উপহার দিয়ে থাকেন। এছাড়া একসঙ্গে খাওয়া-দাওয়াও করে থাকেন অনেকে।

সূত্র- গালফ নিউজ

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh