জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০২:৩০ পিএম

ফাইল ছবি: ১৮ অক্টোবর, ২০২৩-এ আম্মানে ইসরায়েলি দূতাবাসের কাছে বিক্ষোভকারীরা জর্ডানের পুলিশের সাথে ধস্তাধস্তি করছে।

ফাইল ছবি: ১৮ অক্টোবর, ২০২৩-এ আম্মানে ইসরায়েলি দূতাবাসের কাছে বিক্ষোভকারীরা জর্ডানের পুলিশের সাথে ধস্তাধস্তি করছে।

জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে বিক্ষোভ ইস্যুতে জর্ডান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিক্ষোভ প্রদর্শনের অনুমতি দিলেও ইসরায়েল দূতাবাস বা সীমান্তের কাছে যাওয়ার অনুমোদন দেয়নি। এ সময় জর্ডানের দাঙ্গা পুলিশ আম্মানে ইসরায়েলি দূতাবাসের দিকে যেতে বিক্ষোভকারীদের বিরাট মিছিলে বাধা প্রদান করে।

রয়টার্স জানিয়েছে, গাজার হাসপাতালগুলোর ওপর ইসরায়েলের সবশেষ হামলা ও গণহত্যার প্রতিবাদে ক্ষুব্ধ জর্ডানিরা ইসরায়েলি দূতাবাসের দিকে রবিবার এ বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।

পরে সরকার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলি দূতাবাসের কাছে অবস্থিত কালোতি মসজিদের পাশে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ  মোতায়েন করে। এর আগে পুলিশ দুতাবাসটি ঘেরাও করে রাখে। 

এ সময় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের লাঠিচার্জে কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে জানা গেছে, বেশ কয়েকজন বিক্ষোভকারীকে এ সময় আটক করা হয়েছে। 

উল্লেখ্য, জর্ডানের এক কোটি ২০ লাখ জনসংখ্যার অর্ধেকই ফিলিস্তিনি। 

সূত্র : মিডলইস্ট আই

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh