গণহত্যার স্বীকৃতি না পাওয়ার কারণ স্বাধীনতাবিরোধী শক্তি: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০৫:২৫ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি- সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি- সংগৃহীত

বিএনপি বাংলাদেশের পতাকা চায়নি বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ সোমবার (২৫ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ার অন্যতম কারণ স্বাধীনতাবিরোধী শক্তি। বঙ্গবন্ধুকে হত্যার পর গণহত্যার আলামত নষ্ট করা হয়েছিল। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়েও বিভ্রান্তি সৃষ্টি চেষ্টা হয়েছে। কারণ বিএনপি বাংলাদেশের পতাকা চায়নি।

তবে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে রোডম্যাপ তৈরিতে সরকার কাজ শুরু করেছে বলে জানান তিনি।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশে খবর নিলে দেখা যাবে, শান্তিকমিটির অনেক লোক যোগ দিয়েছে। স্বাধীনতা নিয়ে তারা তামাশা করে। 

বিএনপির ভারতবিরোধী মনোভাবের সমালোচনা করে তিনি আরও বলেন, ভারতীয় পেঁয়াজ খেয়ে, গরু খেয়ে, শাড়ি পরে, ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয় বিএনপি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh