অবশেষে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘে পাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০৯:৪৩ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৪, ১০:০৯ পিএম

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ফাইল ছবি

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ফাইল ছবি

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে একটি প্রস্তাব পাস হয়েছে। ১৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ইসরায়েলের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত ছিল। 

আজ সোমবার (২৫ মার্চ) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও জিম্মি নিয়ে ইসরায়েল-হামাসের চুক্তির আহ্বান জানিয়ে প্রস্তাব আনে যুক্তরাষ্ট্র। কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ও চীনের ভিটোর কারণে প্রস্তাবটি ব্যর্থ হয়।

এ প্রস্তাবে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল। নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে ‘দফায় দফায় আলোচনা করে’ যুদ্ধবিরতির প্রস্তাবটি তৈরি করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh