রামুতে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ১০:২৬ পিএম

কক্সবাজার জেলার মানচিত্র। ফাইল ছবি

কক্সবাজার জেলার মানচিত্র। ফাইল ছবি

কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল এলাকার মহাসড়কে মালবাহী ট্রাকের চাপায় আতিকুর রহমান (২৯) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। আজ সোমবার (২৫ মার্চ) বিকেলে রামুর চাকমারকুল ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আতিকুর রহমান রংপুর জেলার মিঠাপুকুর খামার হরিপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী। 

ওসি আজিজুল বারী বলেন, কক্সবাজার ভ্রমণে এসেছিলেন আতিকুর৷ পরে তিনি ভ্রমণ শেষে মোটরসাইকেলে করে ফেরার পথে চাকমারকুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাক চাপা দেয়। এতে গুরুতর আহত হন আতিকুর রহমান ও তার সঙ্গে থাকা অপর আরোহী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যান সেনা সদস্য আতিক। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

নিহত সেনা সদস্যের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা৷ 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh