লক্ষ্মীপুরে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ১১:৪৫ পিএম

আবদুর রহমান অনিক। ছবি: লক্ষ্মীপুর প্রতিনিধি

আবদুর রহমান অনিক। ছবি: লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ছাত্রলীগ নেতা আবদুর রহমান অনিককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র‌্যাব)। 

আজ সোমবার (২৫ মার্চ) ভোররাতে চন্দ্রগঞ্জের দেত্তপাড়ার ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি এলজি জব্দ করা হয় বলে জানায় র‌্যাব। 

পরে দুপুরে র‌্যাব নায়েক সুবেদার মিরাজ আলী ভূঁইয়া চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে অনিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

জানা যায়, গ্রেপ্তার অনিক কফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা কাজী বাবলু অনুসারী। তিনি চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর এলাকার আবদুল হকের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেত্তপাড়ার ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালায় র‌্যাবের সদস্যরা। এসময় অনিককে একটি এলজিসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব।

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি বলেন, আবদুর রহমান অনিক ছাত্রলীগের কোনো পদে ছিলেন না।

চন্দ্রগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক বলেন, অস্ত্র আইনে র‌্যাব আবদুর রহমান অনিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh