দেশে বাকশাল-২ গঠন করেছে সরকার: মঈন খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ১০:৪৫ এএম

বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান। ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, যে উদ্দেশ্য ও আদর্শ নিয়ে লাখ লাখ মানুষ বুকের রক্ত ঢেলে মুক্তিযুদ্ধ করেছিলো সেই গণতন্ত্র আর নেই। সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও তারা স্বৈরতন্ত্র কায়েম করেছে। দেশে তারা এবার বাকশাল-২ গঠন করেছে।

আজ মঙ্গলবার (২৬ মার্চ) সকালে মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান মঈন খান। পরে গণমাধ্যমে তিনি কথা বলেন।

মঈন খান বলেন, এটি আমার কথা না, বিশ্ববাসীর কথা। মানুষ দেখেছে কীভাবে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। দেশে মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে। ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য বিরোধী দলের নেতাদের নামে এক লাখ মামলা দেয়া হয়েছে। ৫০ লাখ নেতাকর্মীকে মিথ্যা অভিযোগ দিয়ে কারারুদ্ধ করা হয়েছে।

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। জিয়ার স্বাধীনতার ঘোষণা কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষ শুনেছে। তারা জেনেছিল বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হতে চলেছে। জিয়াউর রহমান সরাসরি যুদ্ধ করে দেশের জয়ের পথ প্রসারিত করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh