সোনালী ব্যাংকে আরএফসিডি ও অফশোর ব্যাংকিং বিষয়ে আলোচনা সভা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ১২:১৫ পিএম

 আলোচনা সভায় উপস্থিত ব্যাংকের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

আলোচনা সভায় উপস্থিত ব্যাংকের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট (আরএফসিডি) পরিচালনার আওতা ও সুবিধা বর্ধিতকরণ এবং অফশোর ব্যাংকিং পলিসি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২৫ মার্চ) প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম। 

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দসহ সংশ্লিষ্টরা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh