ঝিনাইদহে হারিয়ে যাওয়া ১০৫ মোবাইল উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ০১:১৮ পিএম

মোবাইল উদ্ধার করে স্ব-স্ব মালিকের কাছে বুঝিয়ে দিচ্ছে পুলিশ। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

মোবাইল উদ্ধার করে স্ব-স্ব মালিকের কাছে বুঝিয়ে দিচ্ছে পুলিশ। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিভিন্ন সময়ে সাধারণ মানুষের হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল উদ্ধার করে স্ব-স্ব মালিকের কাছে বুঝিয়ে দিয়েছে পুলিশ।

আজ বুধবার (২৭ মার্চ) দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এসব মোবাইল ফেরত দেওয়া হয়।

প্রেস কনফারেন্সে পুলিশ সুপার আজিম উল আহসান জানান, ঝিনাইদহ পুলিশের সাইবার সেলের মাধ্যমে হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল উদ্ধার করা হয়। সেই সাথে এমএফএসের মাধ্যমে প্রতারণা করে নেওয়া ৬ লাখ ৮৯ হাজার টাকা প্রকৃত ২১ জন মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, মোবাইলগুলো শুধু ঝিনাইদহ জেলা নয় বেশ কয়েকটি জেলা থেকে উদ্ধার করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ভিকটিমরা, পুলিশের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা ও সাংবাদিক।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh