মাদারীপুরে বোমা বিস্ফোরণে নিহত ১

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ০৫:৪০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মাদারীপুরে হাত বোমা তৈরি করতে গিয়ে ঘটনাস্থলে মোদাচ্ছের সিকদার (৫০) নামে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় হারুন ঢালী ও দাদন ঢালী আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। তবে তাদের কোন হাসপাতালে বা কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে সেই তথ্য নিশ্চিত করা যায়নি।

আজ বুধবার (২৭ মার্চ) দুপুরে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সিডি খান ইউনিয়নের নতুন চরদৌলতখান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোদাচ্ছের সিকদার বরিশাল জেলার মুলাদী থানার টুমচর এলাকার মোসলেম সিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিডি খান এলাকার ইউনুস সরদারের বাড়ির পাশে একটি বিকট শব্দ শুনতে পেয়ে এলাকাবাসী ছুটে এসে শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পায় মোদাচ্ছেরকে এবং প্রাথমিকভাবে তাকে চিকিৎসা দেয়ার চেষ্টা করে দেখে আহত ব্যক্তি মারা গেছে এর পরে নিহত ব্যক্তির পরিবার তাকে বরিশালের এলাকায় নিয়ে যাওয়ার সময় মাদারীপুর পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মোদাচ্ছেরকে নিয়ে আসে কিন্তু পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই আহত ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা যায়। তবে তাদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান জানান, আমরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। তবে গ্রামের পাশেই নদীর পাড়ে গিয়ে নিহত মোদাচ্ছেরকে পেয়েছি। তাকে তার পরিবার বরিশাল নিয়ে যাচ্ছিলেন। আমরা লাশটিকে মাদারীপুর ময়না তদন্তের জন্য নিয়ে এসেছি। এছাড়া নিহতের শরীরে বিভিন্ন স্থানে পুড়ে যাওয়া ক্ষত রয়েছে। আহতদের কাউকে আমরা পাইনি। তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh