নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর বুলডোজার দিয়ে মাটি চাপা ইসরায়েলি সেনাদের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ১১:০৭ এএম | আপডেট: ২৮ মার্চ ২০২৪, ১১:১৯ এএম

নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর বূলডোজার দিয়ে মাটি চাপা ইসরায়েলি সেনাদের। ছবি: সংগৃহীত

নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর বূলডোজার দিয়ে মাটি চাপা ইসরায়েলি সেনাদের। ছবি: সংগৃহীত

হাতে থাকা সাদা পতাকা উড়িয়ে বাঁচার আকুতি জানালেও ফিলিস্তিনিদের ওপর বূলডোজার দিয়ে মাটি চাপা দিয়েছে ইসরায়েলি সেনারা। আর আল-জাজিরার হাতে  এমন কিছু বিশেষ ফুটেজ এসেছে বলে জানা গেছে। এসব ফুটেজের একটিতে দেখা গেছে, ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করার আগে নিরস্ত্র লোকেরা বার বার সাদা কাপড়ের পতাকা উড়াচ্ছিলেন। আর এরপরেই বুলডোজার দিয়ে মাটি খুঁড়ে তাদের লাশগুলো মাটি চাপা দেয় সেনারা।

আল-জাজিরা জানায়, গাজা সিটির কাছে সেনারা এ হত্যাযজ্ঞ  চালিয়েছেন। মাকতুব মিডিয়া জানায়, ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ভিডিওর দুই নিরস্ত্র ব্যক্তির ওপর ইসরায়েলি সেনাদের এ বর্বর হত্যাকান্ডের নিন্দা করেছে। হামাস বলেছে, ‘এই হত্যাকান্ডকে ইসরায়েল সরকারের  ইহুদীবাদি আচরণের ফ্যাসিবাদ ও দুস্কৃতির আরেকটি বড় প্রমাণ হিসেবে উল্লেখ করা যেতে পারে।’

এদিকে টিআরটি ওয়ার্ল্ডের সূত্রমতে জানা যায়, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার ১৭৪তম দিন অতিবাহিত হচ্ছে। এতে উপত্যকাটির অন্তত ৩২ হাজার ৪৯০ জন ফিলিস্তিনি নিহত এবং ৭৪ হাজার ৮৮৯ জন আহত হয়েছেন। যাদের ৭০ ভাগেরও বেশি নারী ও শিশু। 

বিবিসি, টিআরটি ওয়ার্ল্ড, 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh