১৭ দিনের ছুটিতে যাচ্ছে জবি, খোলা থাকছে ছাত্রীহল

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ১০:০৭ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ইস্টার সানডে, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদ উল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে দীর্ঘ ১৭ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। তবে এই ছুটিতে খোলা থাকবে একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল। 

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এনিয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। 

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আইনুল ইসলাম বলেন, আগামী ২৯ ও ৩০ মার্চ শুক্রবার ও শনিবার হওয়ায় ৩১ মার্চ থেকে অফিশিয়াল ছুটি শুরু হচ্ছে। এই ছুটি চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। তবে বিশ্ববিদ্যালয়ের সব অফিস, দপ্তর ইনস্টিটিউট বন্ধ হবে আগামী ৭ এপ্রিল থেকে। আগামী ১৫ এপ্রিল থেকে ক্লাস, অফিস ও দপ্তর খুলবে। 

এদিকে এই ছুটির মধ্যে নারী শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে একমাত্র ছাত্রী হলটি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ বিষয়ে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার বলেন, হল বন্ধ থাকলে সুবিধা হতো তবে নারী শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে হল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি৷

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh