কক্সবাজারে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০৪:৫৮ পিএম

অস্ত্রসহ গ্রেপ্তারকৃত রোহিঙ্গা যুবক। ছবি: কক্সবাজার প্রতিনিধি

অস্ত্রসহ গ্রেপ্তারকৃত রোহিঙ্গা যুবক। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাংস্থ ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ নজির আহমেদ (২৮) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত নজির আহমেদ (২৮) ওই ক্যাম্পের ব্লক সি/১ এর মৃত জাফর আহমেদের ছেলে।

গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র‍্যাব।

আজ শুক্রবার (২৯ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, র‌্যাব-১৫ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল এবং ২ রাউন্ড গুলিসহ এ রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করে। এ ব্যাপারে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত রোহিঙ্গাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh