দুই ঘন্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ০৯:৪৪ এএম

মেট্রোরেল। ফাইল ছবি

মেট্রোরেল। ফাইল ছবি

ফয়েল পেপার আটকে বিদ্যুৎ সমস্যার কারণে দুই ঘন্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

আজ রবিবার (৩১ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, সকাল ৭টার কিছু আগে হঠাৎ তীব্র বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হলে বাতাসে উড়ে এসে মেট্রোরেলের তারে একটি ফয়েল পেপার আটকে যায়। আর এর কারণেই বন্ধ করা হয় মেট্রোরেল। পরে তার থেকে ফয়েল পেপার সরিয়ে আবার মেট্রো চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, খারপ আবহাওয়ার সঙ্গে মেট্রোরেল চলাচল বন্ধ হওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh