ইমিগ্রেশনে জনজটে প্রাণ গেল পাসপোর্টধারী যাত্রীর

যশোর প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ০১:৫৪ পিএম

অসুস্থ হয়ে প্রাণ হারানো নূর ইসলাম। ছবি: যশোর প্রতিনিধি

অসুস্থ হয়ে প্রাণ হারানো নূর ইসলাম। ছবি: যশোর প্রতিনিধি

বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় সীমান্তের শূন্যরেখায় অসুস্থ হয়ে নূর ইসলাম নামে এক পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু হয়েছে।

তিনি যশোর শহরের বকচর এলাকার গোলাম রসুলের ছেলে। তার পাসপোর্ট নম্বর A01131727।

গতকাল শনিবার (৩০ মার্চ) দুপুরে তিনি বাংলাদেশ ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ভারতে ঢোকার জন্য শূন্যরেখায় অপেক্ষা করছিলেন। এসময় দীর্ঘ লাইনে রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বিশ্বাস পাসপোর্টধারী যাত্রী মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ওই যাত্রী মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসার জন্য ভারত যাচ্ছিলেন। আমাদের এখান থেকে দ্রুত ছাড় দেওয়া হলেও ওপারের ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়ে তিনি সম্ভবত হার্ট অ্যাটাকে মারা যান। ভারতের ইমিগ্রেশনে রোগীদের জন্য আলাদা কোনো কাউন্টার না থাকায় মেডিকেল ভিসা নিয়ে যাওয়া যাত্রীদের লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। এতে অসুস্থ হয়ে পড়েন।’

ভারতগামী ভুক্তভোগী পাসপোর্টধারীরা জানান, বেনাপোল ইমিগ্রেশনের কার্যক্রম দ্রুত শেষ হলেও ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের কার্যক্রম সারতে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। এসময় কেউ অসুস্থ হলেও বাইরে যাওয়ার সুযোগ থাকে না। এর আগেও অসুস্থ হয়ে অনেক পাসপোর্টধারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh