কঙ্গোর প্রথম নারী প্রধানমন্ত্রী জুডিথ তুলুকা সুমিনওয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ১১:০৭ পিএম

জুডিথ তুলুকা সুমিনওয়া। ছবি: সংগৃহীত

জুডিথ তুলুকা সুমিনওয়া। ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন জুডিথ তুলুকা সুমিনওয়া। তিনিই প্রথম নারী যিনি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন।

কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি আজ সোমবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রী হিসেবে জুডিথের নাম ঘোষণা করেন। আল -জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অর্থনীতিবিদ জুডিথ সুমিনওয়া বিদায়ী প্রধানমন্ত্রী জ্যঁ মিশেল সামা লুকোন্ডের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন।

সোমবার জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে সুমিনওয়া বলেন, ‘আমি আমার এত বড় দায়িত্ব সম্পর্কে অবগত। দেশের শান্তি ও উন্নয়নের জন্য সবাই মিলে কাজ করব।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh