ঈদযাত্রা

ট্রেন ছাড়ার ১২ ঘণ্টা আগে মিলবে অতিরিক্ত কোচের টিকিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ১১:১৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এবার ঈদযাত্রার ট্রেনগুলোতে অতিরিক্ত ৮৬টি যাত্রীবাহী কোচ সংযোজন করা হবে। এর মধ্যে ৩৬টি ব্রডগেজ ও ৫০টি মিটার গেজ লাইনের কোচ আছে। আর প্রতিটি ট্রেন ছাড়ার ১২ ঘণ্টা আগেই যুক্ত হওয়া অতিরিক্ত আসনের টিকিট পাওয়া যাবে।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির।

তিনি বলেন, এখনো ট্রেনে অতিরিক্ত কোচ লাগানোর বিষয়ে আমাদের হাতে সিদ্ধান্ত আসেনি। তবে সিদ্ধান্ত যেটাই হবে, ট্রেন ছাড়ার ১২ ঘণ্টা আগে অনলাইনে টিকিট অটোরিলিজ হয়ে যাবে।

ঈদযাত্রার অতিরিক্ত কোচের সবকটি আসন বিক্রি হবে অনলাইনে।

এদিকে বুধবার (৩ এপ্রিল) থেকে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা শুরু হবে। এসব টিকিট আগেই অনলাইনে বিক্রি হয়ে গেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh