প্রতারণা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০১:৩৮ পিএম

আওয়ামী লীগ নেতা সেলিম হায়দার। ছবি: লালমনিরহাট প্রতিনিধি

আওয়ামী লীগ নেতা সেলিম হায়দার। ছবি: লালমনিরহাট প্রতিনিধি

রাজধানী ঢাকার পল্টন থানায় করা একটি প্রতারণা মামলায় লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য সেলিম হায়দারকে (৫৭)  গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সেলিম হায়দার উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বাসিন্দা।

গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) রাতে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ঢাকার পল্টন থানায় ফিরোজ আহমেদ নামের এক ব্যক্তি আওয়ামী লীগ নেতা সেলিম হায়দারের বিরুদ্ধে ৪২০/৪০৬/৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন তিনি। পরে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আর সেই ওয়ারেন্টমূলে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পল্টন থানায় সি,আর ১০৮৩/২০ মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh