বেরোবি উপাচার্যের নামে ভুয়া মেইল আইডি, থানায় জিডি

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ০৩:৫৯ পিএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছবি: বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছবি: বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের নামে ভুয়া ই-মেইল আইডি খুলে মিথ্যা বার্তা প্রেরণ করা হচ্ছে। এই বিষয়ে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আজ শনিবার (৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন ধরে [email protected] ই-মেইল আইডি থেকে একটি অসাধু মহল বিভিন্ন ব্যক্তির কাছে মেসেজ পাঠাচ্ছে। কিন্তু এই ই-মেইল উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের নয় এবং এর সঙ্গে অত্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্ক্যামের উদ্দেশ্যে তৈরি করা এই ই-মেইল আইডিটি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। সকলকে এই ই-মেইল আইডি থেকে আসা সকল বার্তা পরিহার করে চলার জন্য এবং এই বিষয়ে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh