টেকনাফে আইস ও বিয়ার জব্দ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪, ০৮:০০ পিএম

উদ্ধারকৃত আইস ও বিয়ার। ছবি: কক্সবাজার প্রতিনিধি

উদ্ধারকৃত আইস ও বিয়ার। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ আইস ও ২০০টির বেশি ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সুয়াইব বিকাশ জানিয়েছেন, আজ বুধবার (১০ এপ্রিল) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নাফ নদী সংলগ্ন শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া ঝাউবাগান এলাকায় এ অভিযান চালানো হয়। তবে অভিযানকালে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

সুয়াইব বিকাশ বলেন, ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীর দক্ষিণ পাড়া ঝাউবাগান সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন লোক রাতে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে পাচারকারিদের ফেলে যাওয়া ছোট একটি বস্তা খুলে পাওয়া যায় ১ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১২৪ ক্যান আন্দামান গোল্ড বিয়ার এবং ১১৯ ক্যান মিয়ানমারের লেজার বিয়ার পাওয়া যায়। 

উদ্ধার করা মাদকগুলো টেকনাফ থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh