ইরানে আটক ইসরায়েলি জাহাজে ১৭ ভারতীয় নাবিক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ১১:৪৬ পিএম

জব্দকৃত ইসরায়েলি জাহাজ। ছবি সংগৃহীত

জব্দকৃত ইসরায়েলি জাহাজ। ছবি সংগৃহীত

হরমুজ প্রণালী থেকে ইসরায়েলি মালিকানাধীন ‘এমএসসি এআরআইইএস’ বিশালাকৃতি এক জাহাজ জব্দ করেছে ইরানের বিপ্লবী গার্ড এয়ার ফোর্স। ইসরায়েলের এক ধনকুবের জাহাজটির মালিক। তবে জাহাজের মধ্যে থাকা ২৫ ক্রুর মধ্যে ১৭ জনই ভারতীয় বলে জানিয়েছে একটি সূত্র।

আজ শনিবার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

এনডিটিভি জানায়, ইরানের নৌবাহিনী এমএসসি অ্যারিস নামের জাহাজটি যে আটক করেছে, সে ব্যাপারে আমরা সতর্ক আছি। তাছাড়া ওই জাহাজে ১৭ ভারতীয় ক্রু রয়েছেন। এ ব্যাপারে কূটনৈতিক চ্যানেলে ইরানের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এর আগে ইরনা নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, আটকের পর জাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

জোডিয়াক মেরিটাইম দ্বারা পরিচালিত পর্তুগিজ পতাকাবাহী জাহাজটি ইসরায়েলি রিয়েল এস্টেট, এনার্জি, প্রযুক্তি ও শিপিং ম্যাগনেট ইয়াল ওফারের মালিকানাধীন।

জোডিয়াক মেরিটাইম ইসরায়েলি ধনকুবেরের জোডিয়াক গ্রুপের অংশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh