আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ০৮:৫৪ পিএম

তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ট। ছবি: চুয়াডাঙ্গা প্রতিনিধি

তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ট। ছবি: চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় অতি তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। কর্মহীন মানুষের জন্য জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, এসময় বাতাসের আর্দ্রতা ছিল ২৯ শতাংশ। এদিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ ও বেলা ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ২০ শতাংশ এবং সকাল ৯টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ। 

তিনি আরও জানান, মাঝে একদিন বাদে ৫ দিন চুয়াডাঙ্গা দেশের সর্বোচ্চ তাপমাত্রার আওতায় রয়েছে। এদিকে বাতাসে আর্দ্রতা বেশি অর্থাৎ বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য গরমে অস্বস্তি বেশি লাগছে। বর্তমানে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তবে, তাপমাত্রা আরও বাড়তে পারে এবং বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা কোনভাবেই কমার সম্ভাবনা নেই। 

চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা বলেন, অতি তীব্র, তীব্র এবং মাঝারি তাপপ্রবাহের কারণে দিনমজুর, খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের খাদ্য সহায়তা দেয়ার জন্য জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh