পিরোজপুরে হত্যা মামলার প্রধান আসামিকে কুপিয়ে হত্যা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ১১:৫২ এএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪, ১১:৫৪ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পিরোজপুর সদরে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা মামলার প্রধান আসামি সোহাগ শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করছে প্রতিপক্ষ।

সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে গতকাল সোমবার (২২ এপ্রিল) রাত সারে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ শেখ (৩৩) ভৈরমপুর গ্রামের বাসিন্দা সিদ্দিক শেখের ছেলে। 

জানা যায়, এলাকায় আধিপত্য নিয়ে একটি পক্ষের সাথে সোহাগ ও তার পরিবারের বিরোধ ছিল। গত ইউপি নির্বাচনের পর শহিদুল নামে একজন খুন হন। সে মামলায় প্রধান আসামি করা হয়েছিল নিহত সোহাগ শেখকে। সেই পূর্ব শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে মনে করছে স্থানীয়রা।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে স্থানীয় ইউপি সদস্য মিজান হাওলাদার সাংবাদিকদের জানান, কুপিয়ে ফেলে রাখার পর সোহাগকে মৃত অবস্থায় পাওয়া যায়। এলাকায় আধিপত্য নিয়ে সোহাগদের সাথে এক পক্ষের শত্রুতা ছিল। গত ইউপি নির্বাচনের পরে শহিদুল নামে একজন খুন হয়েছেন। সে মামলায় সোহাগকে এক নাম্বার আসামি করেছিলেন তারা।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসিকুজ্জামান জানান, প্রাথমিক ভাবে ধরনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh