চকরিয়ায় বন্যহাতির আক্রমণে গৃহবধূর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ০৮:০৭ পিএম

কক্সবাজার জেলার মানচিত্র। ছবি: সাম্প্রতিক দেশকাল

কক্সবাজার জেলার মানচিত্র। ছবি: সাম্প্রতিক দেশকাল

কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বন্যহাতির আক্রমণে জমিলা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। জমিলা বেগম চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ রিংভং ছগিরশাহকাটা গ্রামের শাহ আলমের স্ত্রী।

স্থানীয় ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বন্যহাতির আক্রমণে গৃহবধূর মৃত্যু হয়।

এ বিষয়ে বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন জানান, ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে বিনা অনুমতিতে যেকোন মানুষের প্রবেশ নিষেধ। সেখানে কেউ প্রবেশ করলে বন্যপ্রাণীর আক্রমণের শিকার হতে পারে মর্মে একাধিক স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড টাঙানো ছাড়াও বেশ কয়েকটি সচেতনতামূলক সভাও করা হয়েছে। এরপরও অনুমতি ছাড়া গাছ চুরি বা লাকড়ি সংগ্রহ করতে লোকজন প্রবেশ করে। মাঝেমধ্যে বন্যপ্রাণীর আক্রমণে হতাহতের ঘটনা ঘটলেও ওই অভয়ারণ্যে মানুষের প্রবেশ বন্ধ করা যাচ্ছে না।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, নিহত গৃহবধূর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু রিজার্ভ ফরেস্ট সেখানে লাকড়ি সংগ্রহ করতে না যাওয়ায় উত্তম। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh