রাস্তায় রাস্তায় পথচারীদের পানি দিচ্ছে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০৭:০১ পিএম

পথচারীদের পানি দিচ্ছে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

পথচারীদের পানি দিচ্ছে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

সারা দেশে তীব্র তাপপ্রবাহ চলছে। এতে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ ও বিপর্যস্ত। এই পরিস্থিতিতে ঢাকা শহরের সাধারণ মানুষ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষ পার করছে অসহনীয় দুর্ভোগ। তাই তাদের স্বস্তি দিতে সুপেয় পানি নিয়ে হাজির হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

আজ বুধবার (২৪ এপ্রিল) সকাল থেকে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ১ হাজার ৮০০ লিটারের ওয়াটার ট্যাংক স্থাপন করে এই সেবা দেওয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর সচিবলায়ের সামনে, ধানমন্ডির ৫ নম্বর সড়কসহ বিভিন্ন স্থানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সেবামূলক কার্যক্রম চলমান থাকবে। যত দিন এ রকম তীব্র তাপপ্রবাহ থাকবে, তত দিন এই কার্যক্রম চলমান থাকবে।

ঢাকা বিভাগের উপপরিচালক মো. সালেহ উদ্দিন বলেন, যারা রাস্তায় সামান্যতম ক্লান্তিতে থাকবেন, তারা এই ওয়াটার ট্যাংক থেকে পানি পান করতে পারবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের দুজন ফায়ার ফাইটার পানি বিতরণ ও রক্ষণাবেক্ষণের জন্য ওয়াটার ট্যাংকের পাশে অবস্থান করবেন।

তাদের এই কার্যক্রম পর্যায়ক্রমে দেশব্যাপী করার উদ্যোগ রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh