নোয়াখালীতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ১২:৪৮ পিএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৪, ১২:৫০ পিএম

মানববন্ধন বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে শতশত পরিবার। ছবি: নোয়াখালী প্রতিনিধি

মানববন্ধন বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে শতশত পরিবার। ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চলএলাহি ইউনিয়নের গাংচিল গ্রামে বাপ দাদার ভিটেমাটি থেকে উচ্ছেদ আতঙ্কে শতশত পরিবার ভূমিদস্যু আক্তার হোসেন ও মিলনের বিরুদ্ধে মানববন্ধন বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে।

আজ শনিবার (২৭ এপ্রিল) সকালে গাংচিল বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। এতে এলাকার শত শত নারী পুরুষসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে ক্ষতিগ্রস্তরা জানান, তারা কয়েকযুগ ধরে গাংচিল বাজারের পাশে বাপ দাদার ভিটে মাটিতে বসবাস করে আসছেন। এরই মধ্যে স্থানীয় ভূমিদস্যু আক্তার হোসেন ও মিলন শতশত পরিবারের বসতভিটি দখলের পায়তারা শুরু করে। তারা জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মোটা অংকের ঘুষ দিয়ে নিজেদের পরিবারের সদস্য ও ছেলে মেয়েদের নামে বসত ভিটিগুলো রেকর্ড করে ফেলেন। এখন তাদেরকে সেসব ভিটে মাটি থেকে সরিয়ে দেওয়ার পায়তারা শুরু করছে। যেকোনো সময় সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদেরকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করার হুমকি-ধমকি দিচ্ছে। চরম আতঙ্কে দিন কাটাচ্ছে অসহায় পরিবারগুলো।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আক্তার হোসের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারগুলো প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের হস্তক্ষেপ কামনা করেন এবং ভূমিদুস্যু জাল জালিয়াতির প্রধান হোতা আক্তার হোসেন ও অপকর্মের সাথে জড়িতদের দৃষ্টান্ত শাস্তি দাবি করেন। পরে বাজারের ঝাড়ু নিয়ে শত শত নারী পুরুষ বিক্ষোভ মিছিল বের করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh