সারাদেশে টানা বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ০৭:৩৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৪, ০৭:৪০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আগামী ৪ ও ৫ মে সারাদেশে টানা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এমনটি জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।

আগামী তিন দিন আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস জানিয়ে সংস্থাটি জানিয়েছে- আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামীকাল বুধবার (১ মে) সিলেট ও চট্টগ্রামে বৃষ্টি বাড়তে পারে।

আর বৃহস্পতিবার (২ মে) এই দুই বিভাগের সঙ্গে ঢাকা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে ৪ থেকে ৫ মে দেশের বড় অংশজুড়ে বৃষ্টি হতে পারে। 

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তর আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের বাকি এলাকাগুলো দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আজও চলবে।

এদিকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত এক সপ্তাহে সারা দেশে হিট স্ট্রোকে ১০ জনের মৃত্যু হয়েছে। 

এছাড়া পাঁচজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সারা দেশে হিট স্ট্রোকে মারা যাওয়া এ ১০ জনের মধ্যে ৮ জন পুরুষ, ২ জন নারী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্র মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh