রাজধানীতে বাসা থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৪, ০৬:১১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর লালবাগ শহীদনগর এলাকার একটি বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

পারিবারিক কলহের জের ধরে সানজিদা খাতুন (২০) নামের ওই তরুণী আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। তিনি শহীদনগর এক নম্বর গলি এলাকার মো. নুর ইসলামের মেয়ে।

লালবাগ থানার এসআই রাজিব বলেন, মঙ্গলবার গভীর রাতে বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পরিবারের সঙ্গে কলহের জেরে সানজিদা খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তার স্বজনরা জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh