সিরাজুদ দাহারের সমাজমনস্ক কবিতা নিয়ে আলোচনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৪, ১২:২১ পিএম | আপডেট: ০৫ মে ২০২৪, ০৬:২৬ পিএম

‘পার্থক্য করতে পারি না’ কবিতার বই নিয়ে আলোচনা।

‘পার্থক্য করতে পারি না’ কবিতার বই নিয়ে আলোচনা।

সিরাজুদ দাহার খানের কবিতার বই ‘পার্থক্য করতে পারি না’ নিয়ে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৪ মে) ‘এবং বই’ ও ‘শিক্ষালোক’ এর যৌথ উদ্যোগে ঢাকায় সিদীপ কার্যালয়ের গ্রন্থাগার কক্ষে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

ফাতিহুল কাদির সম্রাটের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান সাংবাদিক সৈয়দ বদরুল আহসান ও উন্নয়ন বিষয়ক লেখক শাহজাহান ভুঁইয়া।


সিরাজুদ দাহার খানের কবিতা নিয়ে আলোচনা সূত্রপাত করেন শিশির মল্লিক, মাহ্ফুজ সালাম ও বাসন্তি সাহা। 

পরে বিস্তারিত আলোচনায় অংশ নেন অনার্য নাঈম, আবু রাকিব, শাসুল হুদা ও ঈপ্সিতা বহ্নি উপমা প্রমুখ। 


‘পার্থক্য করতে পারি না’ থেকে কবিতা পাঠ করেন নাজনীন সাথী, মুসতাগিসুর রহমান বাবু, আদিব সাদমান ও মিঠুন চক্রবর্তী।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন ‘এবং বই’ এর সম্পাদক ফয়সাল আহমেদ ও ‘শিক্ষালোক’ এর নির্বাহী সম্পাদক আলমগীর খান। 


সৈয়দ বদরুল আহসান সাহিত্য ক্ষেত্রে বই নিয়ে আলোচনার গুরুত্ব এবং এ ধরনের উদ্যোগের মাধ্যমে ভালো বইয়ের কথা পাঠকসমাজকে জানানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। আলোচকগণ কবি সিরাজুদ দাহার খানের আত্মসমালোচনার অকপট সাহস, সমাজসচেতনতা, সহজ উপস্থাপন ও পরিবর্তনকামী বক্তব্যের কথা বিশেষভাবে উল্লেখ করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh