কলম্বাসের মতো যাব ভেসে

সত্যগোপাল দে

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০৬:২৩ পিএম | আপডেট: ০৯ মে ২০২৪, ০৬:২৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কলম্বাসের মতো যাব ভেসে
সাগরের বুকে,
ঝড় উঠুক-ছিঁড়ে যাক পাল,
আমি যাব ভেসে নিরুদ্দেশে-
নতুন দ্বীপের খোঁজে।

খুঁজতে খুঁজতে দিগ্ভ্রান্ত মাঝির মতো
যাব যে থমকে তোর চোখের তারায়।
কলম্বাস হব আমিও-
দিক ভুল করেও খুঁজে নেব নতুন দ্বীপ
তোর চোখের তারায়,
একবার নয়, বার বার প্রতিবার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh