নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ মে ২০২৪, ১১:৫২ এএম
আজ শনিবার (১৮ মে) সকাল রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি শাখায় আগুন লাগার ঘটনা ঘটে। ছবিছ সংগৃহীত
রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি শাখায় আগুন লেগেছে। আজ শনিবার (১৮ মে) সকাল পৌনে ১১টায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, চারতলা ভবনটির দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখায় আগুন লাগে।
আগুন ণেভাতে সুত্রাপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে। এছাড়া সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
এদিকে রাজধানীর কারওয়ান বাজারে হোটেল লা ভিঞ্চির জেনারেটর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল ১০টা ১৭ মিনিটে আগুনের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রিমা খানম জানান, সকাল ১০টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।